Bethar Shohor Lyrics | ব্যথার শহর | Montu Pilot | Ishan Mitra lyrics (Primary language)
এখনোকি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাতে ছায়া কুড়োবার,
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু
অকারণে ছায়াদের ব্যথা জমাবার,
ছায়াদের নাম নেই আর শুধু
ব্যথার পাহাড়।
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুরে খায় ছায়ার অন্ধকার,
বাকি থেকে যায়, মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার..
এখনওকি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
ছায়াপথে পিছু হারাবার,
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা শোক তোমার আমার,
বেথ্যারাও বহুদূর হেঁটে এসে একা একা
আগুন পোহায় আলো নয়,
তুমি আমি শুধু ছায়া বহুকাল আগে জমা
মেঘেদের মূকাভিনয়।
ব্যথাদের নাম নেই শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
তবু থেকে যায় মায়া জোছনায়,
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার।
Ekhonoki baki kichu raye geche matha nihcu
Saharera sararate-chaya kuṛobar,
Tabuo ki baki kichu raye geche pichu-pichu
Okarone chayader betha jomabar,
Chayader naam nei aar shudhu
Bethar pahaṛ.
Bethar shohor juṛe bethar pahaṛ
Tabu kuṛe khay chayar ondhokar,
Baki theke jaye mri̥to sobhyatar
Matira gobhire bethar abiṣhkar.
Ekhonoki baki kichu, kichu baki roye geche
Chayapothe pichu harabar,
Saharer gaye jama tarader smri̥ti sudhu
Chena shok tomar amar,
Betharao bahudure hete ese eka eka
Agun pohaya alo noy,
Tumi ami sudhu chaya bahukal age jama
Megheder mukabhinay.
Bethader naam nei sudhu bethar pahaṛ
Bethar shohore sudhu bethar pahaṛ,
Tabu theke jay maya jochanay
Baki theke jay, dhongser bheja gaya
Porijai pakhider ḍanar abiṣhkar.